তানোরে দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

সাইদ সাজু, তানোর : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা” “গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যের আলোকে রাজশাহীর তানোরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও খাইরুল ইসলাম। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম।

আরও পড়ুনঃ   রাবিতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব চলছে

এসময় উপস্থিত ছিলেন,তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসতুরা আমিনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, মুক্প্রতিযোদ্কধা আব্ল্পদুল ওহাব শেখ, বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির টিম বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকতা বাবুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী,তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন সহ ২টি পৌরসভা ও ৭টি ইউপির প্রতিনিধি,এবং বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তীবর্গ,সাংবাদিক,বেসরকারি সংস্থার কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।