এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী তামিম

অনলাইন ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর শুরু হয়েছিল গত নভেম্বরে। সম্প্রতি চারদিনের এই ফরম্যাটের খেলা শেষ হয়েছে। এদিকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

টুর্নামেন্ট শুরুর আগে এবার জানা গেল এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গতকালই দুবাইতে ভারতকে হারিয়ে তার নেতৃত্বে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   দেশে প্রথম ‘স্পোর্টস ইনস্টিটিউট’ নির্মাণের ঘোষণা আসিফের

এনসিএল টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন তামিম, ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে, এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। আগামী ১১ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সাল–ও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।