রোকেয়া পদক পাচ্ছেন দাবাড়ু রাণী হামিদ

অনলাইন ডেস্ক : নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। জাতীয় ক্ষেত্রে নানা অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়৷ আগামীকাল বেগম রোকেয়া পদক পাবেন কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ।

রাণী হামিদের পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তিনি বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভুমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’

আরও পড়ুনঃ   রিকি পন্টিংয়ের মন্তব্যের কড়া জবাব দিলেন গম্ভীর

বাংলাদেশ দাবা ও রাণী হামিদ সমার্থক শব্দ। চার দশকের বেশি সময় তিনি দাবা খেলছেন। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙেরীতে দাবা অলিম্পিয়াড খেলেছেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার। দাবার জন্য তিনি বইও লিখেছেন, ‘মজার খেলা দাবা।’ যা দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ।

আরও পড়ুনঃ   বিসিবি থেকে পদত্যাগ করলেন দুর্জয়

আগামীকাল সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পদক অনুষ্ঠান হবে। প্রধান উপদেষ্টা ড.ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন। রাণী হামিদ ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার সহ নানা সংগঠন,সংস্থার অনেক স্বীকৃতি পদক পেয়েছেন ক্যারিয়ার জুড়ে।