অর্থনৈতিক শুমারি ২০২৪ গণনাকারী ও সুপার ভাইজারদের ৪দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদানের উদ্বোধন

সাইদ সাজু তানোর : অর্নৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে ও অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।বৃহস্পতিবার(৫ডিসেম্বর ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)এর আয়োজনে ও তানোর উপজেলা পরিসংখ্যান ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে কামার গাঁ ইউনিয়ন পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামার গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিকামাল। বক্তব্য চেয়ারম্যান সুফিকামাল দেশের সার্বিক উনয়নের জন্য পরিসংখ্যান অফিসের তত্ত্বাবধানে অর্থনীতিক শুমারি গণনাকারীদের তথ্যদের সহযোগিতা করার অনু্রোধ করেন। তথ্য সংগ্রহকারীদের মাঠ থেকে সঠিক তথ্য তুলে আনার জন্য নির্দেশনা প্রদান করেন। শুমারি বাস্তবায়নে সকল জনগণকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জামিলা দেওয়া, শরিফুল ইসলাম রাজা, বকুল সরকার, ইন্তাজ আলি বুলু সহ অন্যরা।

আরও পড়ুনঃ   অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : জেলা প্রশাসক

আরো উপস্থিত ছিলেন উপজেলার ২টি ইউনিয়ন থেকে ৬ জন সুপারভাইজার এবং ৪৫ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংগ্রহন করেন।অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন তানোর উপজেলা উপ সহকারী অফিসার ও শুমারি সমন্বয়কারী মইনুল ইসলাম।এবং আইটি সুপারভাইজার সুমন আলী ও উপজেলা উপ সহকারী কৃষি অফিসার আকবর হোসেন ও সুমন মীর।

আরও পড়ুনঃ   বাঘায় নির্বাচন পরবর্তী হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এ প্রশিক্ষণ আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত মূল অর্থনৈতিক শুমারির কাজ চলবে।তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।