ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে: মাহফুজ আলম

অনলাইন ডেস্ক : ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে চালানো প্রোপাগান্ডার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিগগিরই এ পদক্ষেপের ফলাফল দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করেন মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, “বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে আমরা সংহতি এবং সম্প্রীতির শক্তি দিয়ে জয়ী হব। ভারতীয় প্রোপাগান্ডার জবাব দিতে কৌশলগত কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যার কার্যকারিতা দ্রুতই বোঝা যাবে।”

আরও পড়ুনঃ   সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ আটক

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের স্বীকৃতি ভারতকে আগে দিতে হবে। এছাড়া শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গণহত্যার দায়ভার স্বীকার করার আগ পর্যন্ত ভারতের সঙ্গে কোনও গঠনমূলক আলোচনা সম্ভব নয়।”

এর আগে, সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় গণমাধ্যমে ছড়ানো সংখ্যালঘু ইস্যু নিয়ে অপপ্রচার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ   মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে নানা বিতর্কিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, যা আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের প্রোপাগান্ডার মোকাবিলায় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের এই উদ্যোগ স্থানীয় ও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সত্য চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।-ইত্তেফাক