ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৪ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৪ জনে। একই সময়ে নতুন করে ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের মোট ভর্তি সংখ্যা ৯৪ হাজার ৮৮৪ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা, আর বাকি দুইজন ঢাকা বিভাগের।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ১৯৭ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে ৩৭৩ জন রয়েছেন।

আরও পড়ুনঃ   স্বদেশের উদ্দেশে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক ত্যাগ

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩.২০ শতাংশ পুরুষ এবং ৩৬.৮০ শতাংশ নারী। মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, মৃতদের ৫১.৪০ শতাংশ নারী এবং ৪৮.৬০ শতাংশ পুরুষ।

ডেঙ্গুর প্রকোপ সাধারণত বর্ষাকালে বৃদ্ধি পায়। ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার জন চিকিৎসা নিয়েছিলেন।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন প্রায় ৩০০ জন। করোনা মহামারির সময় ২০২০ সালে ডেঙ্গুর সংক্রমণ কম থাকলেও, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং ১০৫ জন মারা যান। ২০২২ সালে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন এবং মৃত্যু হয়েছিল ২৮১ জনের।

আরও পড়ুনঃ   বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু শনাক্তে সঠিক পরীক্ষা এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ জরুরি।-ইত্তেফাক