প্রধান উপদেষ্টা আজ বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন

অনলাইন ডেস্ক : দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার বিকাল ৪ টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হবে।

আরও পড়ুনঃ   হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না: অর্থ উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, দেশের চলমান নানা ইস্যুতে এ সংলাপ হবে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতৃবৃন্দসহ সবার কাছে জাতীয় ঐকোর আহ্বান জানাচ্ছেন।

আরও পড়ুনঃ   দেশটা কারও একার নয়, পরিবর্তনের সুযোগ সকলকে নিতে হবে

সংলাপের অংশ হিসেবে গতকাল অধ্যাপক ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।-বাসস