রাজধানীতে শ্রম ভবনে আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ   ছাত্র-জনতার রক্তের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়েছে

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রম ভবনে অগ্নিকাণ্ডের সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে দুইটি ইউনিট পাঠানো হয়। পরে রাত ৮টা ১৪মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

আরও পড়ুনঃ   ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

তিনি আরও বলেন, আগুনের কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। এ ছাড়া, কোনো হতাহতের সংবাদ নেই।