পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, প্রাণ গেল বাইকচালকের

অনলাইন ডেস্ক : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বী (৩৬) নামের এক মোটরসাইকেলচালক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক পথচারী নারীকে বাঁচাতে সড়ক বিভাজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রাব্বীর বাড়ি রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বিকাশের রাজশাহীর মোহনপুর উপজেলার সুপারভাইজার ছিলেন।

আরও পড়ুনঃ   সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

নগরের শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে শহর থেকে মোহনপুরে যাচ্ছিলেন রাব্বী। নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে তিনি সড়ক বিভাজকে ধাক্কা দেন। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারে: এমপি বাদশা

ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত রাব্বীর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।