স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত এড নাদিম মোস্তফার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের পাশাপাশি হাজারো মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর এমন আয়োজন করতে পেরে নেতাকর্মীরাও ছিলেন বেশ উজ্জীবিত।
শনিবার বিকেলে উপজেলা সদরের পানি উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা ও পৌর বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এড. নাদিম মোস্তফার সহধর্মীনি ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এড. নুরুন্নাহার পারুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চলনায় দোয়া ও মিলাদ মাহফিলে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত নাদিম মোস্তফার রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, দুঃসময়ে ত্যাগী নেতার দৃষ্টান্ত হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন নাদিম মোস্তফা। এছাড়া নাদিম মোস্তফা সংসদ সদস্য থাকাকালীন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত নাদিম মোস্তফার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।