স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. পিএম সফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শনিবার ৩০ নভেম্বর বিকেল ৫টার দিকে রাজশাহী নগরের সাধুর মোড় এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে হস্তান্তর করে তাকে।
সফিকুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তবে তিনি রাজশাহী শহরের বাসার রোড এলাকায় থাকেন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন পাননি। তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ছাড়াও তিনি নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, পিএম সফিকুল ইসলামকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি স্থানে বসিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করতে যায়। এ সময় পুলিশের ওপর চড়াও হন কেউ কেউ।
পুলিশ নিয়ে যাওয়ার সময় সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আন্দোলনের সময় আমি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলাম। আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নই। আমার নামে কোনো মামলাও নেই।
বোয়ালিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, সফিকুল ইসলামকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমাদের থানায় তার নামে কোনো মামলা নেই। এখন বাগমারা থানায় তার নামে কোনো মামলা আছে কি-না সেটি আমরা খোঁজ নিচ্ছি।