রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে সংবর্ধিত হলেন পদকপ্রাপ্ত আবু তালহা

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন  এরশাদুল ইসলাম (৫৩), আতিকুর রহমান (২৪),  মিলন (৪০), মোহা: মনজুরুল ইসলাম বিদ্যুৎ (৪৬),  আজমুল হক সাচ্চু (৫২) ও হোসেনুর রহমান সুমন (৪০)।  এরশাদুল ইসলাম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর বেলপাড়া গ্রামের  মাজেদ মন্ডলের ছেলে, আতিকুর রহমান রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার রাশেদ আলীর ছেলে।

মিলন কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার আলহাজ্ব জাকিম উদ্দিনের ছেলে। মোহা: মনজুরুল ইসলাম বোয়লিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত নুরূল ইসলামের ছেলে, আজমুল হক ষষ্টিতলা এলাকার মৃত মাইনুল হকের ছেলে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সুমন গৌরহাঙ্গা এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে। সে মহানগর তাঁতীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।