ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশ হেফাজতে কিশোর

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কিশোরকে (১৫) হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরকে তার বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের ‘আপনি’ সম্বোধন করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ

ওসি তৌহিদুল জানান, ওই কিশোর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে মন্তব্য করেন। এর স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় লোকজন গতকাল রাতে তার বাড়ি ঘেরাও করে রাখে।

খবর পেয়ে তাহেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে হেফাজতে নেয়। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে একটি মামলা করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় সদ্যসাবেক সেনাকর্মকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ

ওসি জানান, আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই কিশোরকে আদালতে পাঠানো হবে। তারপর আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।