মান্দা ইউএনওর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর মান্দায় সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে উপজেলা নিবার্হী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলার হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া । অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার শাকিল আহমেদ,জুতবাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক সম্রাট , মাউল কৃষি উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক এস এ সিরাজুল ইসলাম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমবায় অফিসার সফিকুল ইসলাম, উজ্জ্বল কুমার, প্রদীপ কুমার,মিঠন দত্ত সহ উপজেলার ৫৫টি সমবায় সমিতির সভাপতি/সম্পাদক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।