জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে রাবিতে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা

রাবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের অংশ হিসেবে মতবিনিময় সভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আলোচকরা বলেন, ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে কেনো বিভক্তি সৃষ্টি হচ্ছে, সেটা খুঁজে বের করতে হবে। ফ্যাসিবাদের পুনরুজ্জীবন আটকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভেদাভেদ ভুলে প্রয়োজনে সকল ছাত্র সংগঠনকে নিয়ে একটি নতুন প্লাটফর্ম তৈরী করতে হবে। ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ   একই পদে উপজেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের লড়াই

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সমন্বয়ক ও সহ-সমন্বয়কসহ রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্ট, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মিশন, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি সাংবাদিক সমিতি ও রাবি প্রেসক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।