অবসরে যাওয়ার আগে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা

অনলাইন ডেস্ক : অবসরে যাওয়ার আগে সচিব ও গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন সরকারের দুই কর্মকর্তা। তারা হলেন- মোহাম্মদ ফারুক আলম ও মো. হাবিবুর রহমান।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য মোহাম্মদ ফারুক আলমকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ   গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

পদোন্নতির পর তাকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এছাড়া আরেক প্রজ্ঞাপনে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনীকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পদোন্নতির পর তাকেও অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।-ঢাকা পোস্ট