‘মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না’

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছে। এর মাধে তারকারাও বেশ সরব হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। যেখান এ অভিনেত্রী জানান, মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না।

পোস্ট দিয়ে তমা লিখেছেন, ‘মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কিনা সেটা পরিক্ষা করার সহজ একটা উপায় হল, অন্য একটা প্রাণী আপনাকে বিশ্বাস করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা সেটা যাচাই করা।’

আরও পড়ুনঃ   বিয়ে কবে করছেন লামিমা লাম

অভিনেত্রীর কথায়, ‘একটা কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটা বেড়াল যদি আপনার উপরে আস্থা রাখে, একটা পাখি যদি আপনার দেয়া খাবার নির্ভয়ে খায় তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন।’

শেষে বলেন, ‘আপনি যদি কোন প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন,তাহলে আপনি মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মত শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী।’

আরও পড়ুনঃ   ছেলে ইউভানের জন্মদিনে বড় চমক শুভশ্রীর

প্রসঙ্গত, ‘নদীজন’ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে তমা মির্জা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে তমা চলচ্চিত্রে অভিষিক্ত হন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি।