যার হাত ধরে সিনেমায় পরীমণি, মারা গেছেন সেই পরিচালক

অনলাইন ডেস্ক : লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।

গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মারা যান তিনি। পরিচালকের মৃত্যুর খবরটি এক ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

জানা গেছে, বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দিন দিন তার অসুস্থতা বাড়তে থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ   স্বামীকে নিয়ে হানিমুনে না গিয়ে উমরাহ করেছেন সুজানা

এভাবে ৫ হাসপাতাল ঘুরে শুক্রবার (২২ নভেম্বর) এই পরিচালককে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সেখান থেকে আর ফিরতে পারলেন না শাহ আলম মণ্ডল। এদিন সন্ধ্যায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান।

আরও পড়ুনঃ   পঞ্চাশেও যেভাবে নিজের জৌলুস ধরে রেখেছেন এই বিশ্বসুন্দরী

পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে ২০১১ সালে চলচ্চিত্রে পা রাখেন শাহ আলম মণ্ডল। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও।

তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মোস্তাফিজুর রহমান মানিকও। তিনি লিখেছেন, বড় অসময়ে চলে গেলেন শাহ আলম মন্ডল ভাই। চলে গেলেও আপনি থেকে যাবেন আপনার সৃষ্টিতে, আমাদের অন্তরে। মহান মালিক আপনার আত্মাকে শান্তি প্রদান করুন, আমিন।