মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি

অনলাইন ডেস্ক : মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারের জন্য চুক্তি করা হয়েছে। ভারত ও মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যে বৈঠক চলাকালে চুক্তিটি চূড়ান্ত হয়। শুক্রবার (২২ নভেম্বর) ভারতের মুম্বাইতে এমএমএ গভর্নর আহমেদ মুনাওয়ার এবং আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

মালদ্বীপ মনিটারি অথরিটি (এমএমএ) এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহার করার জন্য এই এমওইউ স্বাক্ষর করে। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম সান এমবি এ খবর জানিয়েছে।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কার নির্বাচনে বামপন্থী জোটের জয়

এমএমএ বলছে, এ সমঝোতা স্মারকটি মালদ্বীপ ও ভারতের মধ্যে বাণিজ্য ও আর্থিক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সমঝোতা স্মারক উভয় দেশের ব্যবসায়ীদের তাদের নিজ নিজ দেশীয় মুদ্রায় চালান এবং লেনদেন নিষ্পত্তি করার অনুমতি দেবে।

আরও পড়ুনঃ   পশ্চিমারা করতে পারে, উ. কোরিয়া কেন করতে পারবে না? প্রশ্ন রাশিয়ার

এছাড়াও মালদ্বীপের সরকার পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করেছে। যার অধীনে আগামী বছরের সেপ্টেম্বর মাস থেকে লেনদেন এবং স্থানীয় মুদ্রায় সরাসরি বিনিয়োগ করা যাবে।