বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল নিলামে জায়গা না পাওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক : আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি ক্রিকেটার। অন্য যেকোন বারের তুলনায় এবারের সংখ্যা কিছুটা বেশি। সেইসঙ্গে এবার সম্ভাবনাও কিছুটা বেশি। এর আগে বেশ কয়েকবারই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের এই মেগা আসরের জন্য ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা।

যদিও তাদের সেসময় ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র নিয়ে ছিল প্রশ্ন। ডাক পেয়েও তাই দেশের এই দুই পেসারের আইপিএল অধ্যায় খোলা হয়নি। এবার দুজনেই আছেন তালিকায়। সঙ্গে আছে গতিতারকা নাহিদ রানার নাম। সেইসঙ্গে আগেই আইপিএল অভিজ্ঞতা নেয়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসরাও আছেন এই নিলামের শর্টলিস্টে।

যদিও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তা শুরু হয়েছে এরইমাঝে। আগামীকাল থেকে শুরু হবে এই নিলাম। যেখানে কোনো দলের আগ্রহ না থাকলে নিলামের টেবিলেই ওঠানো হবে না টাইগার ক্রিকেটারদের নাম। মূলত নতুন ধরণের অ্যাক্সিলারেটেড অকশনের কারণেই হচ্ছে এমন কিছু।

আরও পড়ুনঃ   এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

IPL-এর মেগা অকশনে ৫৭৪ জন ক্রিকেটারের নাম থাকলেও তাদের সবাইকে যে উপস্থাপন করা হবে এমনটা নয়। বিষয়টি অনেক বেশি সময়সাপেক্ষ হতে পারে। আর সময়ের ব্যপ্তি কমিয়ে আনতে চায় বিসিসিআই। আর এখানেই কাজে আসবে অ্যাক্সিলারেটেড অকশন। ১১৬ জন ক্রিকেটারের নাম উপস্থাপন করার পর এই প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।

এই অকশন শুরু হবে ভারতীয় আন-ক্যাপড ক্রিকেটার রিকি ভূঁইকে দিয়ে, যিনি অকশনে ক্রিকেটারদের নামের তালিকায় ১১৭ তম স্থানে রয়েছেন। মূলত কোনো দল বিশেষ কোন ক্রিকেটারের প্রতি আগ্রহী হলে তবেই তার নাম উঠবে আইপিএলের নিলামে। টাইগার ক্রিকেটারদের এই তালিকায় জায়গা শুরু হয়েছে ১৮১ থেকে। স্বাভাবিকভাবেই তাই মেগা নিলামের শুরুতেই থাকছে না বাংলাদেশের কারো নাম।

এই অ্যাক্সিলারেটেড অকশন দুটি পর্যায় হবে। প্রথম পর্যায়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে সুযোগ থাকবে ১১৭-৫৭৪ নম্বর ক্রিকেটারের মধ্যে একজন একজন করে বেছে নেয়ার, তাদেরকেই উপস্থাপন করা হবে নিলামে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়টি অনুষ্ঠিত হবে মেগা অকশনের শেষ দিন। সেদিন ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে অবিক্রিত ক্রিকেটার সহ ১১৭-৫৭৪ নম্বর ক্রিকেটারদের মধ্যে থেকে নাম বাছার সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ   আনুষ্ঠানিক চুক্তি বাতিল হাথুরুসিংহের, নতুন কোচের অনুমোদন

সবমিলিয়ে তাই কোনো দল আগ্রহ না দেখালে হয়ত নিলামের টেবিলেই দেখা যাবে না বাংলাদেশের কোনো তারকাকে। শেষ পর্যন্ত দুইদিনের মেগা নিলাম থেকে বাংলাদেশ হতাশ হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকছে না।

এদিকে আইপিএলে ১২ ক্রিকেটার নাম দিয়ে সুযোগ পেলে এনওসি পাবেন কি না প্রশ্নে ফারুক বলেন, ‘ নিলামটা হোক দেখি রেসপন্সটা কেমন যদি ওরা সুযোগ পায় এটা দেশের জন্য ভালো। যদি দেশের খেলা না থাকে আমি এটা স্বাগতই জানাবো আসলে।’