দুর্গাপুরে শহীদ নুরু চেয়ারম্যানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ নুর মোহাম্মদ নুরুর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার আমগাছী বাজারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ঢাকা মহানগরীর ২১নং ওয়ার্ড বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সাত্তার।

আরও পড়ুনঃ   শহীদ পরিবারের সদস্যদের সম্মানে রাজশাহী মহানগর জামায়াতের ইফতার অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবীর বুলু, ঝালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি ইন্তাজ আলী, বিএনপি নেতা হাতেম আলী মাস্টার প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ নুর মোহাম্মদ নুরুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুনঃ   রাসিক সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪

উল্লেখ্য, ৪৪ বছর আগে ঝালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ নুরু আততায়ীদের হাতে শহীদ হন।