আবারও মা হতে চলেছেন সানা খান

অনলাইন ডেস্ক : ইসলাম ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেছেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। তারপর দুবাই প্রবাসী মাওলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

গত বছরের জুলাই মাসে পুত্রসন্তানের জন্ম দেন। তার দেড় বছরের মাথাতেই আবারও মা হতে চলেছেন এ প্রাক্তন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ সুখবর জানিয়েছেন।

পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দু’আ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।’

আরও পড়ুনঃ   অমিতাভ সামনে আসতেই বদলে যায় রেখার নাচ

সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। সেখানে তিনি বলেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।’

এরপর বলেন, ‘কিন্তু যখন দেখি যে পুরুষরা তাঁদের স্ত্রীদের আঁটসাঁট, বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে? ’

আরও পড়ুনঃ   ওজন কমিয়ে হাজির হলেন শাবনূর

২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগেই সানা অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন। সানা বিগবস ৬ এবং সালমান খানের ছবি ‘জয় হোতে’ অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত পেয়েছিলেন।