নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আওটি অ্যান্ড রোবট্রিক্স শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ক্লাব ‘কম্পিউটার সোসাইটি’র উদ্যোগে দিনব্যাপী আওটি অ্যান্ড রোবট্রিক্স শীর্ষক ওয়ার্কপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আফসানা তাসনিম, ইইই বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহম্মেদ এবং সিএসই বিভাগের সহকারি অধ্যাপক ইফতেখার হোসেন।

আরও পড়ুনঃ   বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

অনুষ্ঠানে বক্তারা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের ওয়ার্কশ আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান চর্চা ও বিকাশে বলিষ্ট ভূমিকা পালন করছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর তানোরে বিএনপির কথা ছাড়া বাতাসও নড়বে না: বিএনপি নেতা মফিজ উদ্দিন

এ ধরনের ওয়ার্কশপের মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ওয়ার্কশপের ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সিএসই বিভাগের শিক্ষার্থী এসএম আরিফুল ইসলাম।#