সুজানগর (পাবনা) প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল বিশ্বাস, নায়েবে আমির অধ্যাপক ফারুক ই আজম,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পৌর বিএনপির সদস্যসচিব জসিম বিশ্বাস,
নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী অন্ত কাজী, তৌফিক হাসান,আহত আরিফুল ইসলাম প্রমুখ।
সুজানগরে কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
