কলকাতায় বাংলাদেশিকে পাঁচ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাদণ্ড পাওয়া ওই বাংলাদেশির নাম রবিউল ইসলাম। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁর বিরুদ্ধে বাতিল হওয়া ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের আওতায় মামলা ছিল।

আরও পড়ুনঃ   অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

আদালত এই মামলায় রবিউল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে। ২০২১ সালের আগস্টে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স থেকে মামলাটি হাতে নেয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।

রবিউল ইসলাম ছিলেন এই মামলা অভিযুক্ত পাঁচজনের একজন। এনআইএ—এর চার্জশিটে বলা হয়েছে, জেএমবির ভারতের বিরুদ্ধে করা ষড়যন্ত্রে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তদন্তে জানা যায়, রবিউল ইসলাম অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি ভারতে যুদ্ধ বাধানোর ষড়যন্ত্র করেছিলেন। তরুণদের প্রলুব্ধ করে সংগঠনে যুক্ত করার কাজে লিপ্ত ছিলেন তিনি।-আজকের পত্রিকা

আরও পড়ুনঃ   শনিবার বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী