সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো ৬০ দিন

অনলাইন ডেস্ক : সরকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত সেপ্টেম্বরে দুটি প্রজ্ঞাপন জারি করে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।

আরও পড়ুনঃ   নগরীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সইয়ে শুক্রবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উক্ত পদমর্যাদার কর্মকর্তাদেরও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি দন্ডবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সরকার এ ক্ষমতা অর্পণ করেছে। এই দন্ডবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতাধীন অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তথ্যসূত্র: আজকের পত্রিকা