স্টাফ রিপোর্টার : রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৫ নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় নিজ কার্যালয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক তুহিন আলীর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন।
নতুন সদস্য সংগ্রহ, সংগঠনকে গতিশীল করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত সদস্যরা তাদের মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন। সকলের মতামতের ভিত্তিতে সভাপতি সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ, কাজের পরিবেশে একতাবদ্ধ হওয়া, সংগঠনের কার্যালয় পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেন।
কার্যনির্বাহী সভায় উপস্থিত ছিলেন , কার্যনির্বাহী সদস্য মো: আল-আমিন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, কার্যনির্বাহী সদস্য সাঈদ হাসান পিন্টু, কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান সাব্বির। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক নাঈম হোসেন, অর্থ সম্পাদক মৃদুল, প্রচার সম্পাদক ওমর আলী, সদস্য সুরুজ আরিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতির সুস্থতা কামনা করে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।