আরিফুল ইসলাম, রাজশাহী: বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় রাজশাহীতে গত ১২ নভেম্বর অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল মান্নানের নেতৃত্বে ‘ইসলাম শিক্ষা’ বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল জলিল এর সভাপতিত্বে এবং ইসলাম ধর্ম বিষয়ক শিক্ষক প্রয়োজনীয় জিনিসপত্র উস্থাপনায় অনুষ্ঠান পরিচালিত হয়। শিক্ষার্থীরা ধাপে ধাপে তাদের পরিবেশনা উপস্থাপন করেছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন রাজিয়া সুলতানা উম্মে হানি ও আকাশ মিয়া, হামদ বারি তা’লা দিয়েছেন সাদিয়া সুলতানা ও মিথিলা, না’তে রাসুল উপস্থাপন করেছেন ফাইজা, আরবিতে না’তে রাসুল করেছেন ফাহিম আবরার ও মুনিরা।
বেশ কিছু সংখ্যক ছাত্র প্রচুর ইসলামিক গান গেয়েছেন এবং কিছু কবিতা আবৃত্তি করেছে। ইসলামিক বক্তব্য প্রদান করেন ফাহিম আবরার। তাছাড়া, আহনাফ আবিদ, আদনির দীপ্ত ও মাহদিয়া নোবা ইংরেজিতে বক্তব্য রাখেন। সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল ইংরেজিতে বকৃতাগুলো বিশদভাবে ব্যাখ্যা করেছেন। জনাব মজবুল হক, রোকনুজজামান রোমান, মিসেস শামীমা আক্তার বা্নু, রুনা লায়লা এবং জান্নাতুল ফেরদৌস শিক্ষার্থীদের জন্য পরামর্শ প্রদানের অনুষ্ঠানটির প্রশংসা করেছেন। জনাব আলামগীর হোসেন পারফরম্যান্সটি ফলপ্রসূভাবে খোলার জন্য তথ্য নিয়েছেন। অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা এই প্রোগ্রামটি সঠিকভাবে এবং সফলভাবে সম্পন্ন করার জন্য সমস্ত কার্যক্রম অত্যন্ত সতর্কতার সাথে দেখভাল করেছেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজাদ ।