সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গুলশান থেকে গ্রেফতার

অনলাইন ডেস্ক : ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বড় ছেলে।

আরও পড়ুনঃ   ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কার্যক্রম থাকবে না, এটা কীভাবে সম্ভব: জাহিদুল ইসলাম

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   সংবিধান সংশোধন নয়, পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই: ড. আলী রীয়াজ

তিনি আরও বলেন, চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারা। হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।-বাসস