যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে বিএনপি নেতারা

অনলাইন ডেস্ক : চায়ের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এম এস মেগান বৌলদিনের গুলশানের বাসায় গেছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর গুলশান-২ এ রাষ্ট্রদূতের নিজ বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে যায়।

আরও পড়ুনঃ   তথ্য প্রাপ্তিতে হয়রানি বন্ধে তথ্য কমিশনকে বেশি তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় চায়ের আমন্ত্রণ গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। -বাংলানিউজ টোয়েন্টিফোর.কম