মল্লিকাকে পছন্দ ছেলের, শাহরুখের উত্তর শুনে অবাক রানি-কাজল

অনলাইন ডেস্ক : শাহরুখ ভক্তরা সবসময়ই মুখিয়ে থাকেন অভিনেতার ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য জানার অপেক্ষায়। একদিকে তার ব্যক্তিত্ব, অন্যদিকে অভিনেতার বিশাল ফ্যান ফলোয়ার সংখ্যা।

যে কোনও ঘটনায় নানা মজাদার প্রতিক্রিয়ার জন্যও বিখ্যাত কিং খান। একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ছেলে আরিয়ান খানের নাকি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের প্রতি খানিক ক্রাশ রয়েছে।

যেকোনও বিষয়কেই বেশ মজার ছলে তুলে ধরতে সিদ্ধহস্ত অভিনেতা। তার সমালোচকেরাও বারবার প্রশংসা করেছেন শাহরুখের রসবোধের। একবার করণ জোহরের শো’তে ছেলের ভালোলাগা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কিং খানকে। যার উত্তরে মুহূর্তে চক্ষু চড়কগাছ সঞ্চালকের।

আরও পড়ুনঃ   সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৮০১৬ জনকে আইনি সহায়তা

মল্লিকাকে আরিয়ান খানের পছন্দ করা প্রসঙ্গে শাহরুখের জবাব ছিল, ‘মল্লিকা শেরাওয়াতকে যদি আমার ছেলের পছন্দ হয়, তবে ও নিশ্চয়ই তার সঙ্গে খেলবে। এর বেশি আর কী বা করবে। আমি অবশ্য বলব, আমাকেও কি একটু খেলার সুযোগ করে দেওয়া যায়?’

শাহরুখের এমন উত্তর শুনে হাসতে শুরু করেন করণ জোহর ও শোয়ে উপস্থিত দুই অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি। শাহরুখ তাদের হাসতে দেখে ‘নোংরা’ মন্তব্য করে পাল্টা হাসতে শুরু করেন।

আরও পড়ুনঃ   সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ সংঘর্ষে আহতদের দেখতে ঢামেকে ৩ উপদেষ্টা

এই ঘটনা প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, ছেলে আরিয়ান নাকি ভিডিও গেম খেলতে খুবই পছন্দ করেন এবং অভিনেতা নিজেও খুব ভালোবাসেন ভিডিও গেম খেলতে।

তবুও হাসি থামাতে পারছিলেন রানি ও কাজল। দুই অভিনেত্রীর হাসি বন্ধ হচ্ছে না দেখে, শাহরুখ জিজ্ঞেস করেন- তারা কেন হাসছেন?

রানি শাহরুখের এই চিন্তাভাবনাকে ‘অত্যন্ত মিষ্টি’ বললেও, কাজল যে দুষ্টুমি ধরতে পেরেছেন তা স্পষ্ট।