জরুরি বিমান অবতরণ, প্রাণ বাঁচল ১৮৭ যাত্রীর!

অনলাইন ডেস্ক : ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক। ফলে ১৮৭ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করা হয় বিমানটি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রায়পুর বিমানবন্দরে প্লেনটি জরুরি অবতরণ করে।

জানা যায়, ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার পথে ওই ফ্লাইটে হঠাৎ করেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। প্লেনটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু সময় পরে অবতরণ করে। জরুরি অবতরণের পর ওই বিমানটিতে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ   হিজবুল্লাহর রকেট নিক্ষেপ ইসরাইলে

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি পাওয়ার পর নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়ন করা প্লেনটি রায়পুরের দিকে ঘুরিয়ে দেয়।’

রায়পুর বিমানবন্দরের একটি নিরাপদ জায়গায় বিমানটিকে নিয়ে যাওয়ার পর যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়। তবে বিমানটির ভেতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি।