আ. লীগকে যারা ছাড় দেবে তাদের বিচারও করা হবে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের সঙ্গে যদি আঁতাত করে, আওয়ামী লীগকে যদি কোনো ছাড় দেয়, তার বিচার আমরা করবো।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। তাই যতক্ষণ না পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, ততক্ষণ বিএনপি নেতাকর্মী ও দেশ প্রেমিক বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুনঃ   নাটোরে সাবেক মেয়রসহ আ.লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেপ্তার

দুলু বলেন, শেখ হাসিনার ফাঁস হওয়া সর্বশেষ ফোন কল শুনলেই বোঝা যায় ক্ষমতার জন্য আওয়ামী লীগ কি করতে পারে। তিনি ও তার বাবার ছবি নয়, এবার ডোনাল ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে হামলা বা বাঁধা হলে ছবি তুলে তাকে পাঠানোর জন্য তিনি নিদের্শ দিয়েছেন। সেসব ছবি তিনি ডোনাল ট্রাম্পের কাছে পাঠিয়ে বোঝাবেন বাংলাদেশ এখন তার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ   চুরির মামলায় দুই সহযোগীসহ ইউপি সদস্য গ্রেপ্তার

তিনি বলেন, কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগকে একবার ঝাড়ুৃ পেটা করে বিদায় করেছে আর কখনো তাদেরকে এদেশের মানুষ গ্রহণ করবে না।

পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শিকদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন— নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, দুলুর সহধর্মিণী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।