মান্দায় নিখোঁজ হওয়া কিশোর উদ্ধার

মান্দা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর মান্দায় চার্জারভ্যানসহ নিখোঁজ হওয়া কিশোর শারিকুল ইসলামকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৬দিন পর শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। নিখোঁজ শারিকুল ইসলাম উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে। গত রোববার সকালে ভাড়া মারার উদ্দেশ্যে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিন দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন রাস্তায় তাকে যাত্রীবহন করতে দেখা গেছে। বিকেলের পর থেকে সে নিখোঁজ ছিল।

আরও পড়ুনঃ   স্বৈরাচারের প্রেতাত্মাদের চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে: তারেক রহমান

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে কিশোর শারিকুল ইসলামের বাবা সুলতান আলী গত সোমবার রাতে মান্দা থানায় সাধারণ ডাইরি করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিদর্শক শামীম হাসানকে।ওসি আরও বলেন, তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম ভিকটিম কিশোরকে উদ্ধারে অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে গতকাল শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে কিশোর শারিকুল ইসলামকে উদ্ধার করে। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ওই কিশোরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।