নওগাঁয় তুলসীগঙ্গা নদীর পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা শহরের ভিতর দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা নদী আজ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে যুব সংগঠনগুলো স্বেচ্ছায় তুলসীগঙ্গা নদী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

যুব সংগঠন বিডি ক্লীন, রেড ক্রিসেন্ট, স্কাউটস, ওয়াইএসএফ, নওগাঁ পৌরসভা, পানি উন্নয়ন বোর্ডে যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মোহা. কুতুব উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

তুলসী গঙ্গা নদী দিনাজপুর জেলা থেকে উৎপত্তি হয়ে জয়পুরহাট জেলা হয়ে নওগাঁ জেলা শহরের ভিতর দিয়ে জেলার রানীনগর উপজেলার চককতুব নামক স্থানে ছোট যমুনা নদীর সাথে মিলিত হয়েছে।

জেলার আওতাধীন তিলকপুর ইউনিয়নের ভবানীপুর থেকে রানীনগর উপজেলার চককতুব পর্যন্ত ২০ কিলোমিটার নদী খনন করা হলেও পুরা নদীটি কচুরিপানা’তে ঘিরেগেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার ও দাফন সম্পন্ন

পরিচ্ছন্নতা করা হলে আবারও প্রাণ ফিরে পাবে নদীটি। নদীর দু’পাশের মানুষের ফসলের জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।