চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আম গাছে উঠে খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মারুফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে এ দুঘর্টনা ঘটে।

নিহত মারুফের বাড়ি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দক্ষিণপুর চাঁদপুর এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল করিম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৪ সেন্টিমিটার বেড়েছে পদ্মার পানি

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মরা ডাল (শুকরা খড়ি) ভাঙতে আম গাছে ওঠে মারুফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ শিবগঞ্জ জোনাল অফিসের সরবরাহকৃত ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আম গাছের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ   থমথমে খাগড়াছড়ি: নিহত ৩, ৭২ ঘন্টা সড়ক অবরোধের ডাক

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আম গাছে শুকনা খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন আছে।