নগরীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দিতে গিয়ে আটক ১০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার দুপুরে নগরীর শিমলা পার্ক থেকে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর বিভিন্ন পার্কে এসে আড্ডা দিচ্ছিলেন এমন অভিযোগ সম্প্রতি পুলিশ কমিশনার স্যরের কাছে আসতে থাকে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যারের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি টিম নগরীর শিমলা পার্ক হতে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দফতর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

আরও পড়ুনঃ   মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাবিনা ইয়াসমিন বলেন, পরবর্তীতে আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।