আরব-আমেরিকানরা ট্রাম্পকে ভোট দিচ্ছেন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বেলা গড়িয়ে দুপুর হয়। এই সময়ের মধ্যে অনেকেই ভোট দিয়েছেন। তাদের একজন ইমাদ আসুফি। ডিয়ারব্রোনের বাসিন্দা এই আরব আমেরিকান জানিয়েছেন তিনি তার ভোটটি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

আসুফি বলেছেন, শুধু তিনি নন অনেক আরব আমেরিকানই এবার জো বাইডেন আর কমালা হ্যারিসের ওপর থেকে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। কারণ তারা ফিলিস্তিনের গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধ করতে পারেননি। এ কারণে কমালাকে না দিয়ে ট্রাম্পকে ভোট দিচ্ছেন তারা।

আরও পড়ুনঃ   রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টা নিন : জাতিসংঘে চার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

এই আরব আমেরিকান সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “আমাদের প্রতি তাদের সম্মান নেই। এই সম্মানের অভাবে আরব আমেরিকানরা রিপাবলিকানদের প্রতি ঝুঁকছে।”

তিনি আরও বলেন, “আমরা ডেমোক্র্যাটিক (কমালার দল) পার্টির কাছে আমাদের উদ্বেগের কথা অনেকবার বলেছি। কিন্তু আমরা দেখলাম আমাদের কথা আসলে শোনা হচ্ছে না। আমরা আর এসব চাই না। আমরা শান্তি চাই।”