আরএমপি ডিবি’র অভিযানে ১০ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জালাল উদ্দীন (৫২), মো: জলিল (৫৪), সাইদুল (৪৯), আইনুল (৪২), মো: পিয়ারুল ইসলাম (৪৪), আসাদুর রহমান (৪৫), সাইদুল ইসলাম কালু (৪০), জুবায়ের হোসেন (৩৯), মো: মাসুদ (৫২) ও ইন্দ্রোজিৎ কুমার ঘোষ (৩৬)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানার এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ   ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে পবায় কমিউনিটি সংলাপ

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান করে। এসময় বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার কৃষক

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।