মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও দুজন আহত হয়েছের। চার্জার ভ্যান উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার উপেজলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সাঁকোয়া গ্রামের হারুন-অর- রশিদের ছেলে আরাফাত(২২), একই গ্রামের নাদিম এর ছেলে (২৬) এবং গুপইল গ্রামের সাগর(২২) ব্যাটারিচালিত ভ্যানগাড়ী চালাচ্ছিলেন। এসময় ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে আরাফাতের মৃত্যু হয়। আপর দুই জনকে গুরুতর অবস্হায় স্হানীয় লোকজন উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুনঃ   নগরীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে গাছ কাটার প্রতিবাদ

এই বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।