চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পাথরবোঝাই ট্রাকে মিলল ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় ট্রাক তল্লাশি অভিযান চালায় বিজিবি। এ সময় ৫২ টন পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক (WB65A1503) এর ড্রাইভার কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আরও পড়ুনঃ   মানিকগঞ্জের সিঙ্গাইরে বন্ধুকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, জব্দ করা পাথরবোঝাই ট্রাকটির আমদানিকারক বাংলাদেশি প্রতিষ্ঠান মীর আক্তার ট্রেডার্স এবং রপ্তানিকারক ভারতীয় প্রতিষ্ঠান হলো শ্রাবন্তী ট্রেডার্স। তাছাড়া সি অ্যান্ড এফ এজেন্ট গালফ জোহরা এবং তার প্রোপাইটার হলেন মো. নুর আমিন।

আরও পড়ুনঃ   হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখে ছেলে

তিনি আরও জানান, আটক মাদকদ্রব্য ও পাথরসহ ট্রাকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা ও আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।