গোদাগাড়ীতে চুলায় লুকিয়ে রাখা হয়েছিল ৬০ লাখ টাকার হেরোইন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে এক বাড়িতে চুলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল ৬০০ গ্রাম হেরোইন। র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের এই হেরোইন উদ্ধার করেছেন। এ সময় বাড়ির মালিক আরিফুল ইসলামকে (৪০) আটক করা হয়।

আরও পড়ুনঃ   শেখ হাসিনা-শাহরিয়ার কবির-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল মাদক কারবারি আরিফুলের বাড়িতে অভিযান চালায়। আরিফুলের বাড়ি উপজেলার সাগুয়ান ঘুণ্টি গ্রামে।

আজ সকালে র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাড়িতে হেরোইনের প্যাকেজিং করে দেশের বিভিন্ন স্থানে পাঠাতেন আরিফুল। তাঁর বাড়ি থেকে একটি হেরোইন প্যাকেজিং মেশিন ও ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা করে তাঁকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।