খেলার বাইরের ইস্যু নিয়ে উত্তাপ, যা বলছেন টাইগার হেড কোচ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সিরিজ চলবে আর কোনো ইস্যু থাকবে না এমনটা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে তুমুল আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। পরে দ্বিতীয় টেস্টের আগে অধিনায়কত্ব ছাড়া ইস্যুতে আলোচনায় উঠে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি যেন আদর্শ মনে হচ্ছে না এইডেন মার্করামেরও। দ্বিতীয় টেস্ট শুরুর আগে প্রতিপক্ষ দলের পুরো পরিস্থিতিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দেখছিলেন ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসা ফিল সিমন্সও কথা বললেন এবার। বাইশগজের বাইরের ঘটনা ক্রিকেটারদের কিছুটা বিভ্রান্ত করে রাখে কি না এমন প্রশ্নের জবাবে জানালেন, ‘আমি জানি না যখন ব্যাপারগুলো দূরের হয়, তারা বিভ্রান্ত হয় কি না। কিন্তু যখন এগুলো আমাদের সঙ্গে থাকে, তখন আমরা হাতে যা আছে তা করার দিকেই নজর দিই। কীভাবে প্রস্তুতি নেবো ম্যাচের জন্য, দুই দিন কেমন অনুশীলন করবো এসবে।’

আরও পড়ুনঃ   ভিনিসিয়ুস কাণ্ডে ব্যালন কর্তৃপক্ষকে ধুয়ে দিলেন রোনালদো

আরও বলেন, ‘এরপর আজকে সকালে, টস জিতলে কী করবো; আমাদের কী করা দরকার। এজন্য আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি কী নিয়ন্ত্রণ করতে পারবো সেদিকে। যদি তারা বাইরের কোনো বিষয়ে বিভ্রান্ত হয়, আমি বলতো পারবো না।’

দিন দশেক আগে সিমন্স দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ দলের। চলমান সিরিজে ভালো করতে না পারলেও সিমন্সের আশা ভালো করবে টাইগাররা, ‘আপনার আইডিয়া বাস্তবায়ন করা সহজ না, যখন আপনি কেবল আট-দশ দিন ধরে আছেন। কিন্তু আপনি যেটা বলতে পারবেন টেস্ট ক্রিকেটের ব্যাপারে ভাবনা ও কীভাবে এটা খেলতে হয়। কীভাবে আমরা মাঠে গিয়ে সবকিছু দিতে পারি, ব্যক্তিগতভাবে আমা মনে হয় আজকে আমরা সেটা করেছি।’

আরও পড়ুনঃ   জোড়া ইনজুরিতে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ

তিনি বলেন, ‘এখন আপনি কেবল এটাই করতে পারবেন। আমার দর্শনের মূল বিষয় হচ্ছে কীভাবে আমরা প্রস্তুতি নিতে পারি ঠিকঠাকভাবে। আমরা কঠোর অনুশীলন করি আর মাঠে সবকিছু দেই। আজকের দিনটা কঠিন ছিল কিন্তু কালকে আমরা ফিরে আসবো।’

উল্লেখ্য, মিরপুর টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর চট্টগ্রামেও প্রথম দিন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। সফরকারী দক্ষিণ আফ্রিকা টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৭ রান করে দিন শেষ করেছে। এদিন নিজেদের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রোটিয়া দুই ব্যাটার ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি। স্টাবস শতরানের পর থামলেও ২১১ বলে ১৪১ রানে অপরাজিত আছেন জর্জি।