স্টাফ রিপোর্টার : দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে ২৬ অক্টোবর ২০২৪ইং তারিখে নাবিল গ্রুপের প্রজেক্ট সংলগ্ন মাদ্রাসা মাঠ, ভেড়াপোড়া বাজার, পবা, রাজশাহীতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর উদ্যোগে যাকাত তহবিল হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোশাররফ হোসেন(এরিয়া ম্যানেজার),পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ মুন্না, স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুল ওয়াদুদ, প্রোগ্রাম ম্যানেজার(জীবিকা), চলতি প্রকল্পের সদস্যদের পক্ষ থেকে অনুভুতি প্রকাশ করেন মোছাঃ আদুরী খাতুন-রজনী গন্ধা তৃনমূল দল-সদস্য এবং মোছাঃ শ্যামলী -জবা তৃনমূল সংগঠন-সদস্য।
জীবিকা প্রকল্প ও আইজিএ সম্পর্কে বক্তব্য প্রদান করেন ড. মোঃ আবদুল মান্নান, জিএম (জীবিকা উন্নয়ন), এবংসেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট সম্পর্কে বক্তব্য প্রদান করেন ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ও সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।এছাড়া নাবিল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আইনাল হক, (এজিএম, এইচ আর এ্যান্ড এডমিন) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান জনাব জাহান বকস মন্ডল।উক্ত অনুষ্ঠানে ৪০০ জনকে প্রায় ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।