স্টাফ রিপোর্টার : নগরীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর খড়খড়িমিজানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেও মধ্যে দুইজন চালক ও দুইজন হেলপার। প্রাথমিক ভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
জানা গেছে, একটি ড্রাম ট্রাক বেলপুকুর বাইপাস থেকে খড়খড়ির দিকে আসছিলো। আর বিপরিত দিক থেকে সবজি বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। খড়খড়ি মিজানের মোড়ে সবজি বোঝাই ট্রাকটির সামনের ডান পাশের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরিত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ও ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে মুচরে এর ভেতরে দুইজন চালক আটকা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিশ্ববিদ্যালয় স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে কয়েক ঘন্টা চেষ্টা করে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।