রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আয়োজিত কন্যাদানের অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আয়োজিত কন্যাদানের অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজ শনিবার সকালে নগরীর নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনাল চত্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডঃ এরশাদ আলী ঈশা।

আরও পড়ুনঃ   মান্দায় প্রবীণ সাংবাদিক জসিম উদ্দিন আর নেই

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মহানগর জাতীয়বাদি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের রফিকুল ইসলাম তোতার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখি প্রমুখ।