১ রানের ব্যবধানে পড়ল ৮ উইকেট, অস্ট্রেলিয়ায় ‘ভুতুড়ে’ ম্যাচ

অনলাইন ডেস্ক : ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। প্রতিদিন নানা রেকর্ড, অবিশ্বাস্য সব ঘটনায় সমৃদ্ধ হয় বাইশগজের এই ক্রিকেট। কোনোটা গৌরবের আবার কোনো কোনোটা কারও জন্য বিব্রতকরও। তাসের ঘরের মতো ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়াতো ক্রিকেটের চেনা দৃশ্য।

অনেক শক্তিশালী ব্যাটিং ইউনিটও কখনো কখনো এমন দিনের ভুক্তভোগী হয়। কিন্তু তাই বলে ১ রানের ব্যবধানে ৮ উইকেট! তেমনই ঘটনা আজ (শুক্রবার) দেখা গেল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ওয়ান-ডে কাপে।

পার্থে তাসমানিয়ার মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এই ম্যাচেই ক্রিকেট বিশ্ব সাক্ষী হলো অবিশ্বাস্য উইকেটের পতনের। মাত্র ১ রানের ব্যবধানে উইকেটের পতন হলো ৮টি।

২ উইকেটে ৫২ রান থেকে সবকটি উইকেট হারিয়ে ৫৩! সেই একটি রানও এসেছে আবার অতিরিক্ত খাত তথা ওয়াইড থেকে। ভুতুড়ে কাণ্ড ছাড়া একে আর কিভাবেই বা আপনি ব্যাখ্যা করতে পারেন! অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ান-ডে কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড এটি।

আরও পড়ুনঃ   ভারতে বাংলাদেশের সেরা ব্যাডমিন্টন আম্পায়ারের মৃত্যু

৫০ ওভারের ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ইনিংসের ১৬ তম ওভারে ২ উইকেটে দলীয় রান ছিল ৫২। এরপর আর মাত্র ২৮ ডেলিভারি খেলতে পেরেছে তারা। এর মধ্যে উইকেটের পতন হয়েছে ৮টি। বৈধ ডেলিভারি থেকে রান আসেনি একটিও। ওয়াইড থেকে এক রান যোগ হয়। ২০ দশমিক ১ ওভারেই ৫৩ রানে অলআউট হয়ে যায় ডব্লিউএ।

অবিশ্বাস্য ব্যাটিং ধসের দিনে সর্বোচ্চ ইনিংসটা এসেছে উদ্বোধনী ব্যাটার ডি’আর্কি শর্টের ব্যাটেই। ৪১ বলে ২২ রান করেছেন তিনি। এ ছাড়া পঞ্চম ব্যাটার থেকে শুরু করে বাকি সবার নামের পাশে শূন্য।

আরও পড়ুনঃ   মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন মূলত তাসমানিয়ার বোলার বিউ ওয়েবস্টার। ৬ ওভার বল করে ২ মেইডেনে মাত্র ১৭ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। এ ছাড়া বাকি তিনটি উইকেট শিকার করেছেন বিলি স্ট্যানলেক। বাকি একটি রানআউট।

৫৩ রানের সহজ টার্গেট তাড়ায় মাত্র ৮ দশমিক ৩ ওভার খেলেছে তাসমানিয়া। যদিও উইকেটের পতন হয়েছে তিনটি, কিন্তু জয়টা পেয়েছে ৭ উইকেট ও ২৪৯ বল হাতে রেখে বিশাল ব্যবধানে। সেই সঙ্গে ৭ উইকেটের জয়ে বোনাস পয়েন্টও পায় দলটি।