রাজশাহীতে মাদক সেবন করায় ৫ জনের কারাদণ্ড

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাদক সেবন করায় ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বিনাশ্রমে তাঁদের এই কারাদণ্ড দেন।

চোলাই মদ সেবন করায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বানিয়াপাড়া গ্রামের সাহাবুল আলীর ছেলে শুভ আলী, শামু আলীর ছেলে রতন আলী।

আরও পড়ুনঃ   দুর্গম চরে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, ২০০ পরিবারে স্বস্তি

গাঁজা ও চোলাই মদ সেবন করায় পাঁচ দিন করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের হজরত আলীর ছেলে সাইফুল ইসলাম, উপজেলার গড়গড়ি ইউনিয়নের চকএনায়েত গ্রামের জমসেদ আলীর ছেলে বাবুল ইসলাম ও সরেরহাট গ্রামের সাহিনুল ইসলাম।

আরও পড়ুনঃ   নিয়োগের ৫ দিনের মাথায় পদত্যাগ করলেন ডিএনসিসির প্রশাসকের উপদেষ্টা

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আলম বলেন, অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিজের অপরাধ স্বীকার করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।