প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের শার্জে দ্য’ফেয়ারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : মার্কিন দূতাবাসের শার্জে দ্য’ফেয়ার হেলেন লাফেইভ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তারা পারস্পরিক সার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং অধ্যাপক ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বৈঠকের সময় আলোচিত মূল বিষয়গুলোর অগ্রগতির ওপর আলোকপাত করেন।

আরও পড়ুনঃ   চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সহযোগিতা করবে সরকার: উপদেষ্টা নাহিদ

বৈঠকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন হেলেন লাফেইভ এবং সফর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস এ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর বিষয়ে কথা বলেন।

আরও পড়ুনঃ   এখনো উদ্ধার হয়নি ১৪০০ অস্ত্র, আড়াই লাখ গুলি

তিনি বলেন, ছয়টি প্রধান সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা দেশের অংশীজনদের সঙ্গে পরামর্শ করবে।-বাসস