তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির ৪ মামলা হাইকোর্টে বাতিল

অনলাইন ডেস্ক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা পৃথক চার মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন।

আরও পড়ুনঃ   গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, মামলা বাতিলের আবেদনে হাইকোর্ট রুল জারি করেছিলেন। এখন রুল মঞ্জুর করে চারটি মামলার কার্যক্রম বাতিল করেছেন।

আরও পড়ুনঃ   বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য, ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় তিনটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়।